সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • ক্ষুধা
  • ২০২৪-০৯-১৭ ১০:১২:৩৭

সেই জন্ম থেকে দেখছি
অনন্ত ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে থাকতে সৃষ্টি জগৎ
আজও তেমনি দাঁড়িয়ে আছে দুচোখ ভরা ক্ষুধা নিয়ে।

কখনো অজন্মা ফসলের, কখনো প্রাকৃতিক বির্পযয়ে
কখনো বা অষ্টাদশী যুবার ক্ষুধা। 
এতিম শিশুর, নির্যাতিত নারী-পুরুষের, অবহেলিত বৃদ্ধ বাবা-মায়ের ক্ষুধা। 
ক্ষুধার কত বিচিত্র রূপ ----
কবির ক্ষুধা শব্দ চাষে, শিল্পীর ক্ষুধা নান্দনিকতায়,
শিশুর ক্ষুধা মাতৃক্রোড়ের, কারিগরের ক্ষুধা সৃষ্টিশীলতায়।
মা-বাবার ক্ষুধা সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার, 
অনাহারীর ক্ষুধা এক টুকরো রুটির,
বিত্তবানের ক্ষুধা সম্পদের পাহাড় গড়ার। 
অভিবাসীর ক্ষুধা নিরাপদ আবাসস্থলের, বিজ্ঞানীর ক্ষুধা আবিষ্কারের।
কত বিবর্তন, কত ভাঙাগড়া ---- তবুও শেষ নেই ক্ষুধার।
আজও তেমনি দাঁড়িয়ে আছে বুভুক্ষের মতো --- 
সে ক্ষুধার শেষ কোথায় কেউ জানে না।


এ জাতীয় আরো খবর