সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

সা ব্বি র আ হ মে দ

  • নাতে রাসূল (সাঃ)
  • ২০২৪-০৯-১৬ ২২:৫৯:২২

রাসূল হে প্রিয় রাসূল 
তুমি মোহাম্মদ রাসূল,
উম্মতি বলিয়া আমায়
করিও কবুল।
তুমি মোহাম্মদ রাসূল।।

মুনকার-নাকির সওয়াল দিবে
তোমারে যে দেখাইবে
চিনতে তোমার হয়না যেন
আমার কোনো ভুল।।
তুমি মোহাম্মদ রাসূল।।

কাওসারের পেয়ালা হাতে
থাকবে তুমি কেয়ামতে,
ডেকো আমায় উম্মাত বলে
যখন পিপাসায় ব্যাকুল।।
তুমি মোহাম্মদ রাসূল।।

মিজানে আর পুলসিরাতে
থেকো তুমি আমার সাথে
তোমার নুরে পার হবো যে
পুলসিরাতের পুল।।
তুমি মোহাম্মদ রাসূল।।


এ জাতীয় আরো খবর