চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) উপলক্ষে হজরত মোহাম্মদ (সা.) এর জীবন,কর্ম ও শিক্ষার উপর চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ ও পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, সহকারী কমিশনার আমিনুল ইসলাম,জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক গোলাম মোস্তফা,জেলা তথ্য অফিসার আহাদ আলী,জেলা মডেল মসজিদেও পেশ ইমাম মুক্তার আলী, নিচুধুমি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াহিদ সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমামগণ।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.)। তাঁর,জীবন,কর্ম ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রই শিক্ষণীয়। তাঁরা মহানবী (সা.) আদর্শে জীবন গড়ার আহব্বান জানান। এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান এবং বিভিন্ন মসজিদ-মাদ্রসা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী পালন করে।