পথে জীবন,পথ চলাই স্বপ্ন
তাদের হৃদয়ে বাজে অদ্ভুত সুর
বেদেরা সেই পথেরই গান,
যাদের পায়ের নূপুরের ঝংকারে
জেগে ওঠে বিবর্ণ মাঠ,
পথের ধুলোয় মিশে থাকে এক অদেখা গল্প।
বেদেরা কি কেবল পথের যাত্রী?
না—ওরা আকাশের নীচে আলোকরশ্মি
ওদের জীবন ধ্রুব নক্ষত্রের মতন—
যতই চলুক—একই বৃত্তে ঘোরে।
ওদের জীবন নদীর মতন,
যে নদী কখনো স্থির নয়,
ধারায় ধারায় ভেসে চলে—
কখনো শান্ত, কখনো উন্মত্ত।
প্রতিটি দিন এক অচেনা বাঁক
যেখানে সুখ, দুঃখ- চলে দূর অতীত থেকে—
এক চিরন্তন বর্তমানের দিকে,
সেখানে লুকিয়ে জীবনের গভীর রহস্য।
বেদে কি কেবল এক সম্প্রদায়?
নাকি—তারা বাউলগান' ভাঙা কাঁচের চুড়ির নিক্কণ
নাকি—হাতের মেহেদির ক্ষণস্থায়ী রঙ,
অন্তহীন, আকাশের মতো বিস্তৃত–
ওরা একেকজন যোগী
অজানা তপস্যায় জীবনযাত্রা
সন্ন্যাস সেই অনন্ত পথে
সেখানে শুধু কাল্পনিক আকাশ
যেখানে তারা উড়ে চলে দিব্যলোকের পথে
বেদেদের জীবন এক মহাজাগতিক —