আজকাল আর আয়নায় কথা বলিনা।
শুধু সাজতে দাঁড়াই।
ওয়াদাগুলো তাকে তাকে ভাঁজ করে রেখেছি।
যখন যার জন্য যেটা দরকার
সেটাকে বের করি।
এখানেই সাবধানেরা থাকে সতর্ক।
না হলেও হয়। তবুও -
ওটুকু শুধু লোকলজ্জার ভয়।
কষ্টগুলোর মৃত্যু নিশ্চিত করে
এভাবেই বেড়ে ওঠে সময়।
আমার যোগ্যতা শুধু এই -
কষ্টকে মারতে শিখেছি এক ঘষাতেই!