বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

গৌ রী ন ন্দি তা

  • প্রচুর কষ্ট পাই
  • ২০২৪-০৯-০৯ ২৩:২৫:৪২

এই কলিকালে অন্যায়কারীরা জোট হয়ে থাকে।  অন্যায়ের প্রতিবাদকারীরা সেই  অন্যায়কে নিতে পারে না।  তারা হয় চুপ হয়ে যায় নয়তো প্রতিবাদ করে। ধীরে ধীরে সেই ভালো মানুষ একা হয়ে যায়। তবুও তারা নীতি থেকে নড়ে না।  এখন একা হয়ে যাওয়া কোন মানুষকে  অন্যরা মনে করে দুর্বল। আসলে সে দুর্বল নয়।  তার ভেতরে শয়তানি থাকেনা। তাই সে খারাপ কিছু নিতে পারে না। বিষয়টা এমন, যে মানুষ খারাপ ব্যবহার  করে,খারাপ কাজ করে,অন্যের ক্ষতি করে সেই আবার ভালো সেজে অন্যের কাছে গিয়ে তার অন্যায় লুকিয়ে সেটা ভালো মানুষের উপর চাপিয়ে দেয়। আর অন্যরা তাতে সায় দেয়। আবার অনেকে দুইদিকেই ব্যালেন্স করে চলে।  সত্যি এসব দুমুখো সাপ এবং বন্ধুরুপী শত্রু ভয়াবহ।  তাই যত একা হোক না কোন মানুষ, তার বিবেক, তার আত্মা শুদ্ধ রাখার জন্য এসব সঙ্গ পরিহার করা দরকার।  কোন একটা মানুষ যতই একা হোক না কেন, বন্ধু বিহীন হোক না কেন, তাকে আত্মনির্ভরশীল হতে হবে। কারণ, আজ যে বন্ধু... স্বার্থের কারণে সে বা অন্যরা মূহুর্তের মধ্যে শত্রু হয়ে যায়।  যাকে আজ আপন ভাবছি সে যে কাল পরিবর্তন হবে কিনা আমরা জানিনা। যা ভাবনায় আনিনা তার বিচ্যুতি হলে আমরা প্রচুর কষ্ট  পাই।

 


এ জাতীয় আরো খবর