জীবন ক্ষণে ক্ষণে বাঁক বদলায়।
খাদের কিনারায় দাঁড়িয়ে ভাবনার ধরণ ও পাল্টায়।
জীবন নেয় নতুন আরেক বাক।
ধীরে ধীরে আসে ভাবনার পরিপক্কতা।
একটা সময় ভাবনাটা এমন ছিলো,
যদি কেউ আমাকে নিয়ে কোনো বিষয়ে
ভ্রান্ত ধারণা পোষণ করত তখন নিরবে হৃদয়ে রক্তক্ষরণ হত।
আর এখন ভাবনাটা এমন,
যদি কেউ আমাকে নিয়ে কোনো বিষয়ে ভ্রান্ত ধারণা পোষণ করে
ধরে নেই সেটা তার ব্যর্থতা।
আমাকে বুঝার মত বুদ্ধিমত্তা তার নেই কিংবা যোগ্যতাই নেই।
জীবনটা এমনই অদ্ভূত রহস্যে ঘেরা।