শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

আ মি নু ল ই স লা ম মা মু ন

  • চব্বিশের ছড়া
  • ২০২৪-০৯-০৮ ২২:৪২:৫৬

॥১॥
চললে গুলি কিংবা লাঠি
শোধ নেবে এই দেশের মাটি। 
॥২॥
তপ্ত বুলেট লাগল বুকে 
থাকবে ক্ষত সকল যুগে। 
॥৩॥
লাল হয়েছে ভায়ের শার্ট
হাতুড় বানাও নিজের হাত। 
॥৪॥
চাইছি কোটা পাইছি লাশ 
রক্তে ভেজা জুলাই মাস। 
॥৫॥ 
দেশের মালিক গুলি খায়
ঊর্ধে দু’হাত তুলি আয়।
॥৬॥
টান পড়েছে বোনের চুলে 
আয় ভায়েরা মুষ্ঠি তুলে। 
॥৭॥
বোনের ওড়না রক্তে লাল
আন্দোলনে নতুন পাল।
॥৮॥
দেশবাসীকে জবাব দেন 
রাজপথে লাশ পড়ল ক্যান? 
॥৯॥
বুকের ভেতর মেশিনগান
রাখব মা ও বোনের মান। 
॥১০॥
মেট্রো দিমু, ভাইকে দে
রাজপথে ক্যান যাই কেঁদে?
॥১১॥
লাল হয়েছে চোখের জল
ভাইকে কবে দিবি বল?
॥১২॥
ক্যান খালি আজ মায়ের কোল
ভাইকে আমার জাগিয়ে তোল।
॥১৩॥
মায়ের কোলে ছেলে কই?
ক্যামনে রে আজ ঘরে রই! 
॥১৪॥
ঘুম আসে না আজ রাতে
মা কেঁদে যায় মাঝ রাতে! 
॥১৫॥
আগুন জ্বলে হাতের মুঠে 
রাজপথে আয় সবাই ছুটে। 
॥১৬॥
আগুন কেন সবার চোখে? 
এই আগুন আজ বল কে রোখে?  
॥১৭॥
বুকের ভেতর বারুদ জমা
স্বৈরাচারের নেই তো ক্ষমা। 
॥১৮॥
ক্যাম্পাসে ক্যান রক্ত ঝরে? 
বুলেট কেন পড়ার ঘরে? 
॥১৯॥
শব্দ শুনি কাদের পায় 
ভয় ভেঙে আজ বাইরে আয়। 
॥২০॥
বিপ্লবীদের মৃত্যু নাই 
চল এগিয়ে সামনে যাই।
॥২১॥
আমিও যে ছাত্র ছিলাম 
সমর্থনের সবটা দিলাম। 
॥২২॥
ভয় ভেঙেছে জনতার 
ভাঙছে ফিলার ক্ষমতার।  
॥২৩॥
খালি হাতের শক্তি দেখ 
পরাজয়ের শেষটি লেখ। 
॥২৪॥
মায়ের বুকে কান্না-সুর 
সামনে বিজয়, নয় তা দূর। 

 


এ জাতীয় আরো খবর