কল্পনায় শুধু কলা নয় ঘি-ভাত ও খাওয়া যায়
কিন্তু তাতে কী আর ক্ষুধা মিটে!
দায়িত্বহীন অধিকারের থালা বরাবর প্রেম শূন্যই
পড়ে থাকে।
চারপাশে অন্ধকার প্রবল হয়ে উঠলে শামুকের মতো
নিজেকে গুটিয়ে ফেলার তীব্র আকাঙ্ক্ষাও
বাড়ে তরতরিয়ে...
একাকীত্ব সবসময় অভিশাপ নয়, কোনো কোনো
সময় আশির্বাদ ও বটে!
মনের শুদ্ধতা ও সততার ঐশ্বর্য সবসময়ই মানুষের
মনন এবং মগজকে প্রসন্ন রাখে।
চোখের সামনে কেউ ভুল আচরণ বা ভুল ব্যাখ্যার
খিস্তি আওড়ালে
ঠোঁটের কোণে স্মিত হাসির রেখায় ভাসতে থাকে
maturity বা পরিপক্কতার সুঘ্রাণ।