শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

ই য়া সি ন খা ন

  • পুলিশ কারোরই হয়নি আপন
  • ২০২৪-০৯-০৪ ২৩:০৫:৩২

যখন যে সরকার হয় তার জন্য ভালো
হলে সে বিরোধী দল হয়ে যায় কালো।

সরকারের প্রয়োজনে পুলিশ করে ব্যবহার
দেখিনা আজো হতে জনবান্ধব সংস্কার।

পুলিশ কভু থাকতে চায়না নির্বাহীর অধীন
পুলিশেও চায় শান্তি দেশ থাকুক স্বাধীন।

সবার মতো পুলিশেরও আছে সুখ দুঃখ
আছে স্বজন পরিবার সোনামনি মুখ।।

শত স্বপ্ন  নিয়ে পুলিশ শপথ করে আসে
অন্য চাকরীর মতো তারা বেতন পাবে মাসে।

জনতার শত্রু হতে চায়না পুলিশ প্রশাসন
আসুন করি সংস্কার কেটে যাক দুঃশাসন।


এ জাতীয় আরো খবর