ওরে সর্বনাশী বান
কত ভাঙবি রে কপাল
সকাল বিকাল জলের তোড়ে
ডুবছে ঘরের চাল।
ওরে ভয়ালগ্রাসী জল
তোর কারণে আমি স্বজনহারা
করলি আমায় তুই যে সর্বহারা
তোর থাবাতে হলামরে আজ
আমি ছন্নছাড়া।
কিসের নেশায় বুঁদ হয়েছিস এমন
সুখের ঘরে রুদ্ররোষে এলি
স্বপ্নগুলো ভাসিয়ে নিয়ে গেলি
কতটা সুখ পেলি ভেঙে আমার আবাসন?
তোকে দিচ্ছি শত ধিক
ক্যান যে আমার করলি এতো ক্ষতি
ভাসিয়ে নিলি ফল ফসলের গতি
সুখ কি তোকে দিয়েছে "সুখ" ঠিক?
হতভাগা বানের ঝড়
পারবি না তুই করতে কোন ছল
যতই ধরায় বহাস বানের জল
উপরওয়ালা নয় আমাদের পর।
যা চলে যা আমার অঙ্গন হতে
আর কখনো দেখতে চাইনা মুখ
রাক্ষসী তুই গিললি আমার সুখ
তোর কারণে আজ বসেছি পথে!
রাখ শুনে রাখ ওরে নরাধম
খোদার দেয়া হাত দুটো যে আছে
মরার আগে হারবো না তোর কাছে
বাঁচার মতই বাঁচবো আজনম ...