মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • আয়নাঘর
  • ২০২৪-০৯-০২ ২৩:৩৪:০৮

কারার কপাট ভেঙে করি মুক্ত রুদ্ধ স্বর
কোথায় বলো জুলুমখানা সেই সে আয়নাঘর।।

মানবতা খেলো সেথায় ভীষণতর মার
যে বানালো আয়নাঘর আজ শাস্তিটা হোক তার।
মানুষের গান গেয়ে গেলাম বৃথাই জনমভর।।

কান পাতলে শুনি সেথায় ভীষণ আর্তনাদ
ক্ষণে ক্ষণে পাতে সেথায় ভয়াল মৃত্যুফাঁদ। 
আয়নাঘরের শুনলে কথা গায়ে ওঠে জ্বর।।

কেমন করে সইবে মানুষ এমন নির্যাতন
কোন সে হতভাগা সে রে মানুষের দুষমন।
বাঁচা বড়ো কঠিন সেথায় এতই ভয়ংকর।। 


এ জাতীয় আরো খবর