অসীমের ঘুড়ি করে কত লুকোচুরি
পৃথিবীর বুকে শুধুই তার উড়াউড়ি,
কোন সে বাতাস শুধুই নীরবে বয়ে চলে
কানে কানে মধুর অনর্থক কথার ছলে ।
কে তুমি চুপি চুপি চোখের জলে ভাসো
নীরব নিভৃতে নদী তীরে একাকী আসো,
সেখানে কত বালিহাঁস উড়ে উড়ে যায়
দূর অজানায় অসীমের বুকে ঘুড়ি উড়ায় ।
যেখানে রঙধনু বর্ণীল ,সূর্য ডুবে যায়
অবাক বিস্ময়ে কত চোখ দৃষ্টি হারায়,
হটাত করেই সন্ধ্যা নামে সেই পাহাড়ে
কুলকুল ধারায় ঝর্ণার বুকে খুঁজি কাহারে!
কে তুমি গাও গান ঝর্ণার জলতরঙ্গে
কত কথা ব্যাথা হয় নিঃসীম মৃদঙ্গে।