বর্ষা এলো কদম বনে পড়ে গেলো সাড়া। রাঙা হলুদ কদম ফুল সুখে আত্মহারা।।
এলো ভ্রমর গুন গুনিয়ে কদম ফুলের ঘ্রাণে। মৌমাছিরা মৌ পেলো তাই জাগলো সাড়া প্রাণে।।