জীবন তো এক যুদ্ধের ময়দান ---
কত আশায় স্বপ্ন দেখায় আমার এ' পরান।
এক চিঁহি তে ছুঁতে পারলেই মৃত খেলোয়াড়,
দম কেটে ধরা পড়লেই অনিবার্য হার।
সময় বড়ো কম দেখতে দেখতে শেষ হয় বেলা,
সবকিছুই পড়ে রয় সাঙ্গ হলে ভবের যত খেলা।
তবুও স্বপ্নগুলো ঘোরে অবচেতন মনে,
না-ই বা হলাম কবি শুধু লেখা থাক কবিতার চরণে।
কর্মব্যস্ত পৃথিবীতে কারো সময় নেই এতটুকু
যে শুনতে হবে বয়সী মানুষের প্রলাপ,
তারচে' ভালো কবিতার সাথে করি নিবিড় আলাপ।