মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • ক্ষমা করো মৌমিতা
  • ২০২৪-০৮-১৯ ২২:৫৪:২৬

সভ্য দেশে কীসব শুনি ---- এ' কেমন অনাচার 
অধিকার যে ছিলোই তার স্বাধীনভাবে বাঁচার। 
ছিঁড়ে খুবলে খেলো যখন ডজনখানেক শেয়াল
কোথায় ছিলো বিবেক তখন কেউ করেনি খেয়াল ! 
"বাঁচতে আমায় দিলি নারে" রূদ্ধবাক মৌমিতার
মানুষ যদি মানুষ হয় করবে সঠিক বিচার।

 


এ জাতীয় আরো খবর