মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

পা র মি তা চ্যা টা র্জী

  • হিয়ার মাঝে
  • ২০২৪-০৮-১৯ ২২:৫১:০৭

ভালোবাসা শুধু খুঁজে মরি
পেতে জানিনা,
পথের বাঁকে, নীল আকাশে,
দূরের ওই সবুজের প্রান্তরে
ছড়িয়ে আছে কত ভালোবাসার
রঙ বেরঙের আবীর
মাখতে জানিনা।
শুধু হাহুতাশে যন্ত্রণা মেখে
দিনের পাখীকে উড়িয়ে দি
রাতের নিসঙ্গতায়,
কাছে টানতে পারিনা।
শুধু নেই নেই করে কেটে যায় দিন
যা আছে তা যে অনেক
কেন বুঝতে পারিনা?
আশায় আশায় কাটে অনন্ত প্রহর,
দিন গুণে গুণে ক্লান্ত এ মন
শয্যার পাশে কে শুয়ে আছে?
অন্ধকারের বন্ধ দ্বারের অন্তরালে
কে যেন এসে দাঁড়িয়ে আছে,
মনের দরজা বন্ধ রেখে
ভালোবাসাকে হারিয়ে ফেলি,
দক্ষিণের ওই জানলাটা খুলে
কেন কাছে ডাকতে পারিনা?
হিয়ার মাঝে লুকিয়ে আছে
দেখতে জানিনা।।

 


এ জাতীয় আরো খবর