মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

কা জী দি ল রু বা র হ মা ন

  • বাস্তবিক
  • ২০২৪-০৮-১৮ ১৪:৫৬:০৬

একদিন আমিও  চলে যাবো সব কিছু রেখে
প্রত্যহের মতো পরনের পরিধেয় থরে থরে
গুছানো রবে মরা কাঠের আলমারিতে
আমার টুথ ব্রাশ যথাস্থানে কিছু দিন স্মৃতি
হয়ে প্লাস্টিক হোল্ডারে একাকী দিন কাটাবে, সোবার খাটটি বেশ বড় ভয়ে 
কেউ সোবেনা  হয়তো, বেঁচে থাকতে
আমারও মৃতদের শয্যা  ভয় হতো
এসব অমূলক জানি তবুও ভয় এক ধরনের অনুভূতি। 
রোজকার হাটার পথে পথিক কুকুর জড়িয়ে যেত নিত্য সঙ্গি, 
কোন মুহূর্ত থামাবে না ওদের পথ চলা।বাজারের ব্যাগ অন্য কারো হাতে, 
প্রতিদিনের মতো লোকজন
ব্যাংকে যাবে,আমার অনুপস্থিতি জানতে
চাইবে না কেউ।চারিপাশের শব্দ পতন বৃষ্টিহীন দিনের অসহ্য কিম্বা 
বৃষ্টিময় মুগ্ধতা আমাকে বিরক্ত কিম্বা আনন্দ কোনটা দিবে না।
ঋতুগুলো গড়াবে আপণ নিয়মে
আমার মরে যাওয়া ওদের নিয়মে বাধ সাধবেনা।
ফুল গাছে কেউ আর পানি দিবেনা একদিন  ওরাও মরে যাবে।

 


এ জাতীয় আরো খবর