মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

রায়গঞ্জে আর দেখা যায় না পানি পানের কূপ বা ইন্দ্রা

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০৮-১৮ ১৪:০২:০৩

রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় আর দেখা যায় না পানি পানের কূপ বা ইন্দ্রা। যদিও  উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুএকটি কূপ বা ইন্দ্রা দেখা গেলেও সেগুলো সংস্কারের অভাবে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে। অত্র এলাকার মানুষের কাছে কূপ অথবা ইন্দ্রা নামে পরিচিত ছিল। জানা যায়, এক সময় জমিদারদের আমল থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধের পরও নাকি মানুষ রুপের পানি ব্যবহার করত। গ্রাম জুড়ে এক থেকে দুইটি কূপ বা ইন্দা থাকতো। সেই কূপ বা ইন্দাগুলো থেকে রশি বা দড়ির  সাহায্যে পানি উঠাতো। সেই পানি পান করা সহ রান্নাবান্নার কাজে ব্যবহার করা হতো। খুব খননের পর ব্যবহার করা হতো বাসের মাচা এবং ইন্দ্রা খননের পর চারিদিকে বসানো হতো সিমেন্ট দিয়ে তৈরি করা বাউন্ডারি। বলা চলে সামর্থের উপর নির্ভর করতো এসব কুপের নিরাপদ বাউন্ডারি। উপজেলার বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, বিকেল হলেই পানি সংগ্রহের জন্য এলাকার গৃহিণীরা কূপ বা ইন্দ্রাস্হলে দলবেঁধে কাঁধে কলস ও হাতে বালতি নিয়ে পানি নেওয়ার জন্য ভিড় জমাত। সেখানে পাড়ার গৃহীনীদের এক প্রকার মিলন মেলায় পরিণত হতো। কিন্তু এখন আর দেখা যায় না সেই কূপ বা ইন্দ্রা। ফলে সেই কূপ বা ইন্দা গুলো থেকে পাড়ার গৃহিনীদের কোমরে কলসি আর হাতে বালটিও দেখা যায় না। দেখা যায় না পাড়ার মহিলাদের সেই মিলন মেলাও। এ প্রজন্মের গৃহিণীরা জানতেন না যে একসময় কূপের পানিই ছিল একমাত্র ভরসা। আগের সেই মিলন মেলা ফিরিয়ে আনতে হলে দরকার কূপ বা ইন্দাগুলো সংস্কার। বলতে গেলে উপজেলায় আর দেখা যায় না পানি পানের কূপ বা ইন্দ্রা।

 


এ জাতীয় আরো খবর