অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটের হারলো বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।
এর আগে তিন দলের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নর্দার্ন টেরিটরিকে হারিয়েছিলো এইচপি দল।
প্রথমে ব্যাট করতে নেমে ২৪ দশমিক ৩ ওভারে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ এইচপি। জবাবে ৩৩ ওভার বাকি রেখে জয় পায় পাকিস্তান শাহিনস।
ব্যাটিংয়ে এইচপির দুই ওপেনার তানজিদ হাসান তামিম ৪ এবং জিশান আলম শূন্য রানে আউট হন। এছাড়া আকবর আলী ১ রানে ফিরলেও, দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন পারভেজ হোসেন ইমন। তাদের বিদায়ে ৩২ রানে ৪ উইকেট হারায় এইচপি।
পরের দিকে শামীম পাটোয়ারী ১৩, মাহফুজুর রহমান রাব্বি ১২ রানের বেশি করতে না পারলে ৭৮ রানে গুটিয়ে যায় এইচপি। ২২ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের ইমরান জুনিয়র।
পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহানকে শূন্য এবং আব্দুল ফাসেহকে ১২ রানে আউট করে বোলিংয়ে ভালো শুরু করেছিলো এইচপি।
কিন্তু পাকিস্তানের সহজ জয় নিশ্চিত করেন উসমান খান এবং তৈয়ব তাহির। উসমান ৩৯ ও তাহির ১৭ রানে অপরাজিত থাকেন। এইচপির পক্ষে ২টি উইকেট নেন রিপন মন্ডল।