বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

গোমস্তাপুরে পিটিয়ে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী,শ্মশুড় গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০১ ০৪:০০:২৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গত মঙ্গলবার (৩০জুলাই) দু’শিশু সন্তান্রে জননী গৃহবধু খালেদা বেগমকে (২৫) শারিরিক নির্যাতন ও পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় বুধবার(৩১ জুলাই) গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম (২৮) ও শ্মশুড়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ বলেন,গত সোমবার(২৯ জুলাই) সন্ধ্যায় গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে স্বামীর বাড়িতে শারিরিক নির্যাতনে আহত হন খালেদা। তাকে উদ্ধার করে ্উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১টার দিকে(৩০জুলাই,মঙ্গলবার) তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গৃহবধুর পরিবারের লোকজন তাকে পিতার বাড়ি জেলার জেলার নাচোল উপজেলার কসবা গ্রামে নিয়ে চলে যান। ওসি আরও বলেন, গত মঙ্গলবার সকালে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে গৃহবধুর পিতার বাড়ি কসবা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই সালাউদ্দিন মঙ্গলবার গৃহবধুর স্বামী, শ্মশুড় ও শ্মশুড়িকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ বুধবার গৃহবধুর স্বামী ও শ্মশুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরো খবর