চাঁপাইনবাবঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৮-০১ ০৩:৫৬:৩৫
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে মো.সোহান ওরফে ডলার নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের ডালিম হোসেনের ছেলে। পুলিশ জানায়, বুধবার(৩১ জুলাই) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে শিশুটির মা বাথরুমে গোসলরত অবস্থায় ছিল। এসময় গোসলখানার বাইরে একটি বালতিতে পানি ভরে রাখা ছিল। মায়ের গোসলের সূযোগে শিশুটি হামাগুড়ি দিয়ে একা খেলতে খেলতে বালতিতে পড়ে যায়।
পরে শিশুর মা গোসলের পর বাইরে এসে শিশুটিকে খোঁজার এক পর্যায়ে বালতিতে তার মরদেহ ভাসতে দেখে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) এসলাম আলী বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।