বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা শিথিল থাকবে কারফিউ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-০১ ০৩:৪২:৫৪
সোনামসজিদ বন্দরে পেঁয়াজ ও কাঁচামরিচসহ প্রবেশ করেছে ৩১৬টি ভারতীয় ট্রাক, রপ্তানী হয়েছে ৯ টাক পণ্য ১২ দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (১ আগষ্ট) থেকে চলবে ট্রেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কারফিউ শুরুর দিন থেকে টানা ১২ দিন বন্ধের পর আগামী ১ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের আভ্যন্তরীন রুটে ও রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ষ্টেশন মাষ্টার মো. ওবাইদল্লিাহ বলেন, কর্তৃপক্ষের স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্তের পর পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ষ্টেশনের মধ্যে একাধিকবার যাতায়াতকারী লোকাল একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছে। ট্রেনটি আইআর নামে পরিচিত। ট্রেনটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনে পৌঁছুবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১২তম দিন বুধবারও(৩০ জুলাই) শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিলের সূযোগে প্রায় স্বাভাবিকভাবেই চলছে জীবনযাত্রা। এদিকে আগামী বৃহস্পতিবারও (১ আগষ্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। অপরদিকে সোনামসজিদ স্থলবন্দরে বুধবার(৩০ জুলাই) প্রবেশ করেছে ৩৪ ট্রাক পেঁয়াজ,১ ট্রাক কাঁচামরিচ,৪ ট্রাক মসুর ডাল সহ আমাদানী পন্যবাহী ৩১৬টি ভারতীয় ট্রাক। অপরদিকে রপ্তানী পণ্য নিয়ে ভারত প্রবেশ করেছে ৯টি বাংলাদেশী ট্রাক। দেশব্যাপী পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো খবর