বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে গতকাল ২৮ জুলাই রবিবার বিকালে পার্টির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে দেশের মানুষের স্বার্থে এনডিপি সেই জাতীয় ঐক্যের ডাকে সংহতি প্রকাশ করেছে।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার যৌথ স্বাক্ষরে ২৯ জুলাই ২০২৪ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেতৃবৃন্দ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির গভীর সংকটে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এনডিপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আগামীতে রাজপথে এক দফার আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো।
এনডিপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন তাতে জাতীয় মঞ্চ সমর্থন দিয়েছে ।
অতি দ্রুত ভোটার বিহীন অবৈধ সরকারের পদত্যাগ ও অস্থায়ী জাতীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে জাতীয় মঞ্চ সম্মতি জ্ঞাপন করছে।
জাতীয় ঐক্যের ঘোষিত লক্ষ্য অর্জনে বাম—ডান ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনে জাতীয় মঞ্চের পক্ষ থেকে বিএনপিসহ আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি।