বুধবার, জানুয়ারী ২২, ২০২৫

তিন মাসের শিশুর লেজ বিরল অস্ত্রোপচারে সফল অপসারন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-২১ ০০:৪৭:৩৬

রসিকতা নয়, বাস্তবে ঘটেছে এমন ঘটনা ৷ তিন মাসের একরত্তি শিশু ৷ তার ছিল ১৫ সেন্টিমিটার লম্বা একটি লেজ ৷  বিরল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে সেই লেজ কাটলেন শিশুর শরীর থেকে ৷ তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বিবিনগর এইমসে হয়েছে এই বিরল চিকিৎসা ৷
অস্ত্রোপচারটি করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ গত সোমবার এইমস বিবিনগরের চিকিৎসকদের একটি দল শিশুটির শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখে । মেডিক্যাল ইনস্টিটিউটের একজন মুখপাত্র এই ঘটনার বিশদ বিবরণ দিয়ে বলেন, অধ্যাপক তথা পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শশাঙ্ক পান্ডা ও তার দল এই অস্ত্রোপচার করে ৷ তিনি বলেন যে, চিকিৎসক দলটি ৩ মাসের একটি পুত্রসন্তানের লাম্বোসক্রাল রিজিয়নে মানুষের লেজের একটি বিরল অস্ত্রোপচার করে । মানুষের লেজ হওয়াটা খুবই বিরল ৷ সারা বিশ্বে চিকিৎসা সাহিত্যে মাত্র ৪০টি এমন ঘটনার উল্লেখ রয়েছে ।
চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচার যথেষ্ট চ্যালেঞ্জের ছিল ৷ এমন ভাবে লেজটি শরীরের সঙ্গে জুড়ে ছিল, তা কেটে ফেলার ক্ষেত্রে স্নায়বিক ঘাটতির ঝুঁকি ছিল ৷ ফলে অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছে ৷ এইমস বিবিনগরের মুখপাত্রের মতে, অস্ত্রোপচারের পরে রিকভারির সময়টা খুবই অনিশ্চিত ছিল ৷ তবে অস্ত্রোপচারের ৬ মাস পরে রোগীর কোনও স্নায়বিক ঘাটতি নেই । সে ভালো আছে ৷
অস্ত্রোপচারের পুরোধা ডা. শশাঙ্ক পান্ডা বলেন, প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে । কোনও স্নায়বিক ঘাটতি ছাড়াই ছয় মাস পর শিশুটি ভালো আছে । তিনি আরও বলেন যে, শিশুটির মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত ফাইব্রাস ব্যান্ডগুলি সাবধানতার সঙ্গে ছিন্ন করা হয়েছে ৷ অস্ত্রোপচারের দলে ছিলেন দুইজন ফ্যাকাল্টি মেম্বার ও একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ৷ হাসপাতালে থাকতে হয়েছিল পাঁচ দিন।

মানুষের লেজ কী দিয়ে তৈরি ?

প্রতিবেদন অনুসারে মানুষের লেজের কিছু সাধারণ বৈশিষ্ট্য হল:
এগুলিতে পেশি, সংযোগকারী টিস্যু, রক্তনালী এবং স্নায়ু থাকে
এগুলি সর্বদা চামড়া দিয়ে আবৃত থাকে এবং লেজের হাড়ের উপর অবস্থিত
এটি ১৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে
কখনও কখনও সেটি সরানো থাকতে পারে
মানুষের লেজে হাড়, তরুণাস্থি বা মেরুদণ্ড থাকে না

সূত্র-ইটিভি,ভারত। 


এ জাতীয় আরো খবর