মাইক্রোসফ্টের দাবী ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’-এর সমস্যা মিটে গিয়েছে।যদিও ‘অফিস ৩৬৫’ অ্যাপ এবং পরিষেবার ক্ষেত্রে এখনও কিছুটা এই প্রভাব থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। অ্যান্টিভাইরাস সংস্থা ক্রাউডস্ট্রাইক-এর সিইও জানিয়েছেন, শুক্রবার বিশ্ব জুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছিল মাইক্রোসফ্টের, তা মিটিয়ে ফেলা হয়েছে।
বিশ্ব জুড়ে এই ঘটনার পর পরই সাইবার হানার তত্ত্বও জোরালো হচ্ছিল। যদিও সেই তত্ত্বকে পুরোপুরি খারিজ করে দিয়েছে মাইক্রোসফ্ট। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ আচমকাই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। চলতে চলতে হঠাৎই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যাওয়া, তার পর শাট ডাউন, পুনরায় নিজে থেকেই চালু হওয়ার মতো ঘটনা নিয়ে হইচই পড়ে যায়। কেন হল, কীভাবে হল, কোথায় সমস্যা এ নিয়ে যখন বিশ্ব জুড়ে হইচই চলছে, তখন মাইক্রোসফ্ট দাবি করে, ‘ক্রাউডস্ট্রাইক’ আপডেটের জন্য এই সমস্যা হয়েছে। যার জেরে উইন্ডোজ় রয়েছে এমন ডেস্কটপ এবং ল্যাপটপে সমস্যা দেখা দেয়। যাকে কম্পিউটারের পরিভাষায় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ বলা হচ্ছে।