শুনছো কি তুমি উদয়ের বাণী?
বাতাসে বাতাসে আকাশে আকাশে,
সুদূর দিগন্তে উচ্চারিত হচ্ছে
বিজয়ের ধ্বনি।
যারা জাতির অস্তিত্ব বুনে,বুনে স্বপ্নজাল
যাদের অক্লান্ত পরিশ্রমে দুর হয়ে যায়
সমাজের ক্লেদ ও জঞ্জাল।
যাদের আদরে,শাসনে -
দুরন্ত স্বভাব ও
কোমল মাটির প্রেমে পড়ে যায়,
যারা নিজেদের স্বপ্ন অন্যে বিলায়,
তাদেরই তরে আজ গাই এ জয়গান
শিক্ষক তোমার হোক জাতির শ্রেষ্ঠ সম্মান।