যতই গভীরে যাই
ছুঁয়ে যায়- আবেশি অন্ধকার
পূর্ণানন্দে সব শূন্য মনে হয়;
যতই গভীরে যাই
স্পর্শ পাই- মোহিত আদ্রতার
জলের দহনে রুদ্র জলীয় ক্ষয়;
যতই গভীরে যাই
পৌঁছে যাই- সীমান্তে তোমার
কাছে থেকেও দূরত্বের অভিনয়;
যতই গভীরে যাই
বুঝে যাই- আমি নই আমার
কালান্তরে বংশগতির কামুক বিস্ময়;