শুক্রবার, জুলাই ১৮, ২০২৫

জে বু ন্নে ছা মু নি য়া

  • কেন একা বয়ে বেড়াও!
  • ২০২৪-০৭-১৭ ১৫:৩০:২৩

দীর্ঘশ্বাসগুলো ধার দিও একদিনের জন্য, 
আমি বিষণ্ণতার শব্দ গুলো শুনবো।
তোমার নির্ঘুম রাতগুলো ধার দিও,
আমি স্বপ্নহীন চোখের অশ্রুগুলো ছোঁব।
তোমার কষ্ট গুলো ধার দিও একদিন,
আমি স্লেটরঙা মেঘের সাথে উড়িয়ে দেবো।
এত বেদনা কেন একা বয়ে বেড়াও!
কিছু যন্ত্রণা ছড়িয়ে দাও বন্ধু।
আমি তো চিরকাল ছুঁতে চেয়েছি সেই অদেখা দীর্ঘশ্বাসগুলো 
আমার এবং আমাদের। 


এ জাতীয় আরো খবর