সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

শা য় লা হা ফি জ

  • মা
  • ২০২৪-০৭-১৫ ০০:২৬:৫৫

লেইস ফিতার কারুকাজে
জামার ছেড়াটা কেউ আর ঢেকে দিতে পারতো না অত সুনিপুণ। 

ক্ষুধার তাড়না তবু গল্পের বাহানা
কে আর অমন করে পার করতে পারতো কঠিন সময়!
ছেড়া কাঁথায় শুবো ভেবে যে হয়ে যেতো জোড়া দেয়া সুতো 
 যদি দিন বদলের গল্প না বলতো
পেতাম কি করে, পথে নামার সাহস। 

তার লেখা সেই চিঠিটা 
হাতে করে ঘুরছি জীবনের অলি গলি 
যেখানে লেখা ছিল - "একদিন অনেক বড় হবে "।


এ জাতীয় আরো খবর