অর্থ দিয়ে শর্ত দিয়ে
ভালোবাসা হয় না
মনের মানুষ ফাঁকি দিলে
সে যাতনা সয় না
বন্ধুরে তোর পাষাণ হৃদয়
অভিনয়ের খেলা খেলে
সত্য কথা কয় না । ।
যতই তোরে ভালোবাসি
তুই করিস তাল বাহানা
তোর কারণে হলাম আমি
চক্ষু থাকতে দিন কানা
বন্ধুরে তোর চতুর চালে
স্বপ্নহারা ভাঙা বুকে
সুখের জোয়ার বয় না।।
যতই তোরে কাছে ডাকি
বুঝলি না প্রেম বন্ধনা
বুকের ঘরে হইলি না তুই
মিষ্টি আশার চন্দনা
বন্ধুরে তোর মায়ায় পড়ে
স্বপ্নহারা আমার আমি
আমার হয়ে রয় না ।।