আজ বৃষ্টির অবাধ সন্তরণ
ভেঙেছে আগল
লুটেছে দুয়ার
ভাসিয়ে দেবে জ্বরা ও যন্ত্র
আজ বৃষ্টির পণ।।
আজ প্রেম, প্রাপ্তি ও প্রত্যাশা
দুঃখের তিমিরে নয় ভীত মন
প্রিয়সান্নিধ্যের রঙ, রাগ, ছন্দে
কেঁপে কেঁপে ওঠা ক্ষণ
আজ বৃষ্টির অবাধ সন্তরণ।।
আজ ভগ্ন ব্যাথারা ভেঙে চুনচুন
কেতকী,জুঁই, কদম আবীর
জল ছলছল জীবন বিভূঁই
আজ হাসিখুশি মধুবন
আজ বৃষ্টির অবাধ সন্তরণ।।