মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? কথাটা আমার মাথায় প্রায়ই ঘুরপাক খায়। শেষমেশ উত্তর পাই— নিজেকে।
নিজেকে? অবাক হয়ে ভাবি—এটা হতে পারে?
পারে। মানুষ সত্যিই বোধহয় নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমনকি যার জন্য জীবন দিতে পারে বলে নির্দ্বিধায় দাবি করে (হয়তো আবেগেই করে), তার চেয়েও বেশি।
ভেবে দেখুন।
ধরুন, আপনার স্বামী বা প্রেমিক আজকাল আপনাকে একটু বেশি ভালোবাসছে, একটু বেশি যত্ন নিচ্ছে। দেখবেন আপনারও তার প্রতি ভালোবাসা একটু বেড়ে যাবে। কেন? সে আপনাকে বেশি ভালোবাসলে আপনার ভালোবাসাও বেড়ে যায় কেন? কারণ আপনি নিজেকে বেশি ভালোবাসেন। উল্টোটা বলতে গেলেও তাই। ধরুন, আপনার স্বামী বা প্রেমিক ইদানিং আপনাকে আগের মতো ভালোবাসছে না বা ...। নাহ্, উল্টোটা বলতে ভালো লাগছে না। ইতিবাচকটাই বলি বরং।
আবার ধরুন, আপনার দুটি সন্তান। নিশ্চয়ই দুজনকেই আপনি প্রচণ্ড ভালোবাসেন। তবু দেখবেন, যদি একজন আপনার প্রতি একটু বেশি কেয়ারিং হয়, তার দিকে আপনিও নিজের অজান্তেই তুলনামূলকভাবে একটু ঝুঁকে যাবেন। কারণটা ঐ একই। আপনি আমি আমরা সবাই আসলে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
মনে করুন, পুরোনো বন্ধু-বান্ধবের সাথে দূরত্ব বেড়ে গেছে। এখন তারা আপনাকে ছাড়াই দিব্যি আছে, ভালো আছে। কেমন কষ্ট কষ্ট অনুভূতি হয় না? হয়। এর মানে কি আপনি চান, তারা খারাপ থাকুক? না, তা কিন্তু নয়। তবু আপনাকে ছাড়া তারা ভালো আছে, বেশ হ্যাপি হ্যাপি আছে; ভাবতেই কেমন যেন পোড়ে, কোথায় যেন জ্বালা হয়। বুকের মধ্যে এক চিলতে ইচ্ছে উঁকিঝুঁকি দেয়, গোপনে বিজনে কাঁদুক তারা আমি বিনে। কেন এমন হয়? কারণ, আমরা নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি।
কী ভাবছেন? ভাবছেন, কী বলে! বিরক্ত হচ্ছেন বা লজ্জা পাচ্ছেন এই ভেবে যে, আমি নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি? আমার উদারতা এত কম?
এতে উদারতা কমের কিছু নেই। যদি ভালোবাসেন, অসুবিধা কী? নিজেকে একটু বেশি ভালোবাসা যেতেই পারে। এর মধ্যে কোনো অপরাধ নেই। নিজেকে ভালোবাসার অধিকার প্রত্যেকের আছে। নিজেকে ভালোবাসতে পারেন বলেই তো আপনার সাথে জড়িত প্রত্যেককে আপনি ভালোবাসতে পারেন।