সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

রী তা রা য়

  • সুন্দরী বর্ষা
  • ২০২৪-০৭-১২ ১৫:১২:০৮

সুন্দরী বর্ষার  এলোমেলো কালো চুলে
নুপুরের আঙিনা ভরে  গেলো ফুলে ফুলে।

কদম,কেয়া কেতকী,চামেলির  ছন্দে
স্রোতস্বিনী বারী ডালে মৃদুমন্দে।।
গোলাপ, টগর আর জুই, কামিনী
চোখ মেলে আছে চেয়ে সন্ধামণি।

জবার জবাব নেই সাজাতে বর্ষা
অবাধে  গেলো খুলে বনোদেবীর দরজা।
সুন্দরী বর্ষা গো! আর কত সাঁজবি লো?
ফুলে ফুলে  দোলে দোলে -
দুলবি বলো কত আর?

ভোর হলো আঁখি খোল
শূন্য  গোলা ভরো এবার।।


এ জাতীয় আরো খবর