মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫

না জ নী ন তৌ হি দ

  • আর কে এমন!
  • ২০২৪-০৭-০৭ ০০:৪১:১৭

এই যে বইয়ের পাতা উলটে পালটে কী করছেন এসব?
এই যে কালো অক্ষর গুলো দেখছেন  
এ আমার রাত জাগা গল্প।
সবাই যখন ঘুমিয়ে পড়ে,সবার ঘরের আলো  নিভে  যায় পুরোপুরি
 আমার তখন  সন্ধ্যে  শুরু।
 মাঝ রাতে পাড়ার কুকুরটি ঘেউ ঘেউ করে জানিয়ে দেয়, ঘুমিয়ে পড়ো কবি রাত হয়েছে ঢের।
মশার প্রাণেও দয়া হয়।
বিষাক্ত হুলের ভয় দেখিয়ে সদলবলে আক্রমণ করতে করতে বলে এবার ঘুমোতে যাও কবি!
আমি তবু একটি সন্তান জন্ম দিতে 
রাত জেগে জেগে অপেক্ষা করি।
 আমার নিশুতি রাতের ভ্রূণ তৈরি হওয়া বেদনার গল্প আমি ছাড়া আর কে বুঝবে ওমন! 
কার কিবা আসে যায় দেখে আমার দহন।
আমার কালো সন্তানেরা আমার কতখানি হৃদয়  জুড়ে থাকে আমি ছাড়া কে বুঝবে সেই মায়ার কথন।
কে বুঝবে  এই আমকে আমার  মতোন
আর কে এমন!

 


এ জাতীয় আরো খবর