বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র কারবারির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৭-০৩ ২০:৫৮:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্সবিহীন একটি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন  নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় আবজাল হোসেন(৪৪) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও মামলার পৃথক আরেকটি ধারায় আরও ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার(৩ জুলাই) দুপুওে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা:আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। আবজাল জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিহারীপুর গ্রামের জব্দুল মন্ডলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ১৫ জুলাই সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে শিবগঞ্জের মর্দনা গ্রাম হতে ওইসব অস্ত্রসহ গ্রেপ্তার হয় আবজাল। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আতাউর রহমান শিবগঞ্জ থানায়  আবজালকে একমাত্র আসামী করে মামলা করেন। ২০২০ সালের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই)  আব্দুল বারিক আসামী আবজালকে একমাত্র  অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত বুধবার আবজালকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.জবদুল হক।


এ জাতীয় আরো খবর