বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পেনশন স্কিমের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করবে বাকবিশিস
- হাসান মেহেদী:
-
২০২৪-০৭-০৩ ১৮:১৬:২৮
- Print
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালসমূহের শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়' এর সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। ৫ জুলাই আগামী (শুক্রবার) বিকাল চারটায় ঢাকার শাহবাগ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। আজ (বুধবার) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘকাল থেকে প্রচলিত পেনশন ব্যবস্থার পরিবর্তে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই 'প্রত্যয়' নামে একটি পেনশন স্কিম চালু করা হয়েছে। এই এক তরফা সিদ্ধান্তের প্রতিবাদে এবং 'প্রত্যয়' স্কিম প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে অংশগ্রহণ করার জন্য বাকবিশিস'র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।