বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

নিসচা ডুমুরিয়া শাখার আয়োজনে নো হেলমেট-নো ফুয়েল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৪-০৬-২৭ ২০:৪৪:৩৬

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা'র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খর্ণিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায়  চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
২৭-৬-২৪ বুধবার বিকাল ৫টায় সড়ক দুর্ঘটনা  রোধে  খর্ণিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায়  নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনার সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনে মোটর বাইক চালকদের সচেতনায়র লক্ষ্যে নো হেলমেট -নোফুয়েল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এবং সড়কে চলাচলত পরিবহন চালক পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এসময় খর্নিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট পারভেজ হাসানের নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।  ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ,নিসচা উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাউয়ুম জমাদ্দার, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,  সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল হামিদ সরদার, ডাঃ এম এ জলিল ,শাহারুজ্জামান সবুজ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, রকিবুজ্জামান পিন্টু, সোহেল রানা, ফরিদুল ইসলাম, আলিমুজ্জামান, খান মুজাহিদুল ইসলাম সেতু এবং খর্নিয়া হাইওয়ে পুলিশ সদস্যবৃন্দ।

 


এ জাতীয় আরো খবর