ডাকছে আকাশ গুড়ুম গুড়ুম কী করে যাই বাড়ি
যে করেনি ফোন, নেয়নি আমার খোঁজ
তার সাথে আজ আড়ি।
সত্যি যদি বৃষ্টি চলে আসে
শরীর ভিজে বৃষ্টিজলে ভাসে
মাথার 'পরে পড়েই যদি বাজ
কেঁদেকেটে কী হবে আর যে জন আমার খোঁজ রাখেনি আজ।
বৃষ্টি যতই ঝরুক
আকাশ কেঁদে মরুক
যেন তার খোঁপাতে ঝরে পড়ে একটা কদম ফুল
ভুল করেও বৃষ্টি যেন ভেজায় না তার ঘনকালো চুল।
ভেজা চুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে
ওষ্ঠ ছোঁবো কদম ফুলের, চুলের বিপরীতে।
আকাশ তুই আজ এমনি করেই ডাক
তোর নিচে তো আছি আমি একলাই নির্বাক।
যে আমার নিলো না আর খোঁজ
সে যেন সুখেই থাকে এমনি করে রোজ।
কাঁদছে আকাশ দুলছে বনবীথি
বাইরে যখন কান্নাকাটি ঘরে বুঝি মিষ্টি হাসির রীতি !
আমার এবং আকাশের আজ ভাঙছে যেন বুক
তার মনের ভেতর হয়তো জাগে নতুন এক কৌতুক।
বৃষ্টি তবে এমনি করে ঝরো ---
ভিজিয়ে দিয়ে পৃথিবীটা নতুন করে গড়ো।