সোমবার, জানুয়ারী ১৩, ২০২৫

বাবা

  • অর্চনা মালাকার
  • ২০২৪-০৬-১৭ ১৩:১২:৩২

বাবা মানেই জীবনের পিচ্ছিল পথে
হাতটি শক্ত করে ধরা এক লৌহ মানব --
যার অপত্যস্নেহ আর কঠোর অনুশাসনে থাকে
সন্তানকে মানুষ করার আপ্রাণ প্রচেষ্টা।

বাবা হলো ঘরের মজবুত খুঁটি, শক্ত বাঁধন 
ভাঙবে তবু বাঁধন ছিঁড়বে না। 
বাবা মানেই মুক্ত এক বিশাল আকাশ ---
মেঘের গর্জন, অবিরাম বর্ষণ, দূষণমুক্ত পৃথিবী, 
রোদ ঝলমলে সোনালি দিন। 

বাবা বটবৃক্ষ, মাথার ছাতা, বহমান নদী
সন্তানের কল্যাণে--- দুঃখ- কষ্ট, আনন্দ-বেদনায়
 স্থির । 
বাবা মানেই আর্দশ আর ন্যায়নীতি সততার প্রতীক
বাবা মানেই উদার ধর্মীয় চেতনা।

বাবা মানেই যার হাতে তিল তিল করে গড়ে ওঠে নতুন প্রজন্ম। 
বাবা দিবস মানে একটি বিশেষ দিন নয়, 
প্রতিটা ক্ষণের পরিচিতিই জন্মের সাক্ষী।


এ জাতীয় আরো খবর