বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আ রি য়া ন সি দ্দি ক

  • প্রেমের রীতিনীতি
  • ২০২৪-০৬-১২ ০১:৫৮:১২

মনের দামে মন কিনেছি পিরিত বলি যারে,
জীবন বাজি রাখতে পারি ভালোবেসে তারে।
সোনা নাকি তামা নিলাম হীরার মূল্য দিয়ে,
যাচাই করা হয়নি সে'টা কষ্টিপাথর নিয়ে।

পুড়ে পুড়ে খাঁটি হবে সোনার পিণ্ড হলে,
বদলাবে না কোনো ভাবেই রোদে কিংবা জলে।
অথই গাঙে পানসি বেয়ে চলছি আমি নিতি,
কভু হাসায় কভু কাঁদায় এই কি প্রেমের রীতি?

কোথায় আছে সুখের পাখি মিষ্টি-চড়ুই টুনি,
তার পরশে মন রাঙাবো আবেগে দিন গুনি।
পাইলে তারে মনের খাঁচায় রাখবো বেঁধে হায় !
মায়ার শিকল পরিয়ে দেবো তার-ই রাঙা পা'য়।

ফুল-পাখিদের মিলনমেলায় খুঁজে ফিরি তারে,
চাঁদের দেশেও উঁকি মেরে দেখি বারে বারে।
প্রিয়া আমার চাঁদ হয়ে যায় জোছনা ফোঁটা রাতে,
এই জীবনে তারে কভু চাই না যে হারাতে।


এ জাতীয় আরো খবর