১১ জুন ২০২৪, মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে অধিকার আদায় মঞ্চ এর উদ্যোগে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের এই বাজেট নয়; বাংলাদেশ থেকে এক পয়সাও বিদেশে পাচার করা যাবে না, দুর্নীতি, সন্ত্রাস ঘুষ বন্ধ করো, খাদ্য দ্রব্যের দাম কমাও, খাদ্য দ্রব্যের ভেজাল ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার বন্ধ কর, পরিবেশ দুষণমুক্ত করতে পলিথিন ব্যবহার বন্ধ করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধিকার আদায় মঞ্চের আহ্বায়ক ও উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির প্রেসিডেন্ট মাওলানা মোঃ ওবায়দুল হক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) মহাসচিব হামিদা খাতুন সেলি, জাতীয় স্বাধীনতা পার্টির ১ম যুগ্ম মহাসচিব শেখ বাদশাউদ্দিন মিন্টু প্রমুখ। বক্তব্য রাখেন অধিকার আদায় মঞ্চের সদস্য সচিব ও বাংলাদেশ জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিশান উদ্দিন প্রধান, বাংলাদেশ উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মদ খান, বাংলাদেশ সেকুলার গ্রিন পার্টির সভাপতি কেসি মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেছেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণে এই বাজেট নয়। দেশের সম্পদ বিদেশে যেন পাচার না হয় সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে। সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হবে। খাদ্য দ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে কৃষক মেহনতি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এছাড়াও তেল, গ্যাস, কিটনাশক সারের দাম কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্যে সরবরাহ করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোখলেসুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের হয়নি। জনগণের মাথায় করের বোঝা বাড়ানো হয়েছে। বর্তমানে বাংলাদেশ বড় ধরণের অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে। প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তিনি আরো বলেন, বেনজির-আজিজের মত বড় বড় রাঘব বোয়ালদের কারণে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এ জন্য সরকারকে টাকা পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা বিদেশে টাকা পাচার করে তাদের তালিকা তৈরী করে আইনের আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।