চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত যাবার পথে বিজিবির হাতে ৪৪ লক্ষ ৮০হাজার টাকা মূল্যের ৪৬৬.৬৬ গ্রাম ওজনের ৪টি ২৪ ক্যারেট স্বর্ণবারসহ মাসুম মাতবর(৩৬) নামে বাংলাদেশী নাগরিক এক যাত্রী গ্রেপ্তার হয়েছে। সে শরিয়তপুর সদর উপজেলার শৌলপাড়া পূর্বসারেঙ্গা গ্রামের মৃত আজিজুল হক মাতবরের ছেলে।
সোমবার(১০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, স্বর্ণ পাচার সম্ভবনার গোয়েন্দা তথ্য পাবার পর সকাল পৌনে ১০টায় সোনামসজিদ আইসিপিতে জোর তল্লাশী পরিাচলনা করে সন্দেহজনক গতিবিধির মাসুমকে আটক করা হয়। তাকে কাষ্টমস কর্মকর্তা ও সংশ্লিস্টদের উপস্থিতিতে তল্লাশী করে বিশেষ কায়দায় পায়ুপথে লুকানো ২টি ও মলদ্বারের ভেতরে লুকানো আরও ২টি স্বর্নবার পাওয়া যায়। মলদ্বারের ভেতরের বার সম্পর্কে নিশ্চিত হতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আলট্রাসনোগ্রাম করানো হয়। স্বর্ণবারের গ্রেড ও ওজন জেলা জুয়েলালী সমিতি কর্তৃক নিশ্চিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।