শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

রা ব বা নী স র কা র

  • ঘেউ ঘেউ রবে ঘুম হয় না
  • ২০২৪-০৬-০৯ ২১:৩২:৫৮

বাড়িটির চতুষ্পার্শ্বে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ছিল
সিসি ক্যামেরার দৃষ্টি ছিল অষ্টপ্রহর,
বিভিন্ন পদের অ্যালসেসিয়ান কুকুর ছিল পাহারায়
অথচ কাজের কাজ কিছুই হলো না ----
অ্যারিস্টক্রাট লজের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেল।

ডিজিটাল যমানা --- চৌকশ নিরাপত্তা চৌকি
চোরও কম যায় না --- তাই রাত কানা সিসিটিভি 
আর অতিমাত্রায় উৎকোচ সেবনে ঢুলুঢুলু অ্যালসেসিয়ান।

চোর পালালে বুদ্ধি বাড়ে -- প্রবচনটি নেহাতই গরিবী,
অবশ্য কেউ কেউ জানতো চোরের আদ্যপান্ত
অকুস্থলে তারা ভাবছিলো -- দেখি না ব্যাটা কী করে !
ভাবনার গভীরে ডুবে শেষে তারাও গাউছ-কুতুব হয়ে গেল।

সরগরম কাগজ পাড়া, এতদিন মুখে কুলুপ এঁটে ছিল তারা,
উচ্চকিত হকার, ব্যস্ত ফেসবুক, ফেনায়িত টকশো-মকশো 
বেলা শেষে এক দঙ্গল নেড়িকুত্তার ঘেউ ঘেউ রবে
সুনাগরিকের নাকে তেল দিয়ে ঘুমানো বিফলে গেল।


এ জাতীয় আরো খবর