এ রেকর্ড শুধু নিজেদের নয়,এটা টুর্নামেন্টেরও।জিততে হলে আমেরিকাকে রেকর্ড গড়তে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৬৯। উদ্বোধনী খেলায় কানাডার বিপক্ষে নিজেদের ব্যাটিং এর আগে এমন সমীকরণ নিয়ে মাঠে নামে আমেরিকা। তবে, অসাধ্য সাধন করে দেখালেন মোনাঙ্ক প্যাটেলের দল।
ডালাসে কানাডার করা ৫ উইকেটে ১৯৪ রান যুক্তরাষ্ট্র টপকে গেছে ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলো মধ্যে রান তাড়ার রেকর্ডও।
ডালাসের গ্র্যান্ট প্রেইরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ১৯৪ রানের বড় সংগ্রহ করে কানাডা দল। যদিও লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘড়ে ফেরেন ওপেনার স্টিভেন টেইলর। এরপর ব্যক্তিগত ১৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মোনাক প্যাটেল। ৬ ওভারে যুক্তরাষ্ট্রের সংগ্রহ তখন দুই উইকেটে ৪২ রান। এরপর কানাডা দলের ওপর রীতিমতো তান্ডব শুরু করেন আন্দ্রিস গোস ও অ্যারন জোন্স। এই দুই ব্যাটার মিলে গড়েন ১৩১ রানের জুটি। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রনণ চলে আসে স্বাগতিকদের কাছে।
যদিও ব্যক্তিগত ৬৫ রানে আউট হন আন্দেরস গোস। তবে এতে ম্যাচের কোন প্রভাব পড়তে দেয়নি জোন্স। তার ৪০ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংসে অমেরিকা শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এর আগে, টস জিতে আগে ব্যাট করে নবনীত ডালিওয়াল ও নিকোলাস কির্তনের জোড়া ফিফটিতে ৫ উইকেট ১৯৪ রান সংগ্রহ করে কানাডা। অমেরিকার হয়ে একটি করে উইকেট নেনে আলী খান, হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন।
এদিকে, গায়ানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় খেলায় আজ রাতে স্বগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি।