সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিশ্বে কারো সাথে আমাদের শত্রুতা নাই-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৬-০২ ১৪:১৩:৫৩

বিশ্বে কারো সাথে আমাদের শত্রুতা নাই। সবার সাথে বন্ধুত্ব নিয়ে আমরা এগিয়ে যাব। আমি নিজেদের দেশের উন্নয়ন চাই, আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়ে চলব,বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এর আগে, গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এসময় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃতি ও অনেকের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানো হয়। নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।  
প্রধানমন্ত্রী বলেন স্বাধীন বাংলাদেশের আদর্শ ও চেতনা নিয়ে তরুন প্রজন্ম গড়ে উঠবে সেটাই চাই। বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না, কেউ যাতে বাংলাদেশকে পিছনে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 


এ জাতীয় আরো খবর