শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

প্র দী প সে ন

  • এ যুগের দশভুজা
  • ২০২৪-০৬-০২ ১৩:৫২:২২

নারী তুমি, 
তাই বলে তুমি তো অবলা নও
তুমি যে সংসারের চালিকা শক্তি!  
দ্বিভুজা তুমিই প্রয়োজনে চতুর্ভুজা 
হয়তো প্রয়োজনে দশভুজাও হতে পারো। 
তুমি নিজ হাতে সংসার গড়তে জানো 
কলুর বলদের মতো সংসারের ঘানিও টানতে পারো। 
তুমি মা, তুমি অর্ধাঙ্গিনী, এই তুমিই বরাভয়দায়িনী।
বহুরূপে তুমি- তুমিই হ্লাদিনী, তুমিই পূজারিণী। 
কী করি তোমায় নিয়ে? কবিতা লিখি, না অঞ্জলি দিই?

 


এ জাতীয় আরো খবর