শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

চাঁপাইনবাবঞ্জে আমের ঝুড়িতে বহনকালে ৩১৫ বোতল ফেনসিডিলসহ নাটোরের মাদক কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-৩১ ১৯:৩২:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আমের ঝুড়িতে (ক্যারেট) বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে র‌্যাবের অভিযানে   ৩১৫ বোতল ফেনসিডিলসহ রুবেল হোসেন(৩২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে নাটোরের বড়াইগ্রাম থানার কুজাইল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। র‌্যাব জানায়,গত বৃহস্পতিবার(৩০মে) রাত সাড়ে ১০টায় মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সায় তল্লাশী করে আমের ঝুড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বহনকালে ফেনসিডিলসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার(৩১মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রেপ্তার রুবেল একজন পেশাদার মাদক কারাবারি। তার  বাড়ি নাটোর হলেও সে প্রায়ই চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহে জড়িত। মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব পূবপরিকল্পনা অনুযায়ী অবস্থান নিয়ে ফেনসিডিলসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। 
 

 


এ জাতীয় আরো খবর