শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

লি পি ব ড়ু য়া

  • পরিণত বয়স
  • ২০২৪-০৫-৩১ ১৪:৪১:২২

আজকাল শুধুই নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে
অকারণে মিথ্যা হাসি আসেনা ঠোঁটের কোণে 
হয়তো তোমরা বলবে এ আবার কি?
বুড়ো বয়সে ভীমরতি...!

বয়স বাড়ে শরীরের, মনের কি আর বাড়ে?
এই কথাটা কয়জনে আর মানে
যাকগে ছাড়ো, এসব কথা ভাবছি না আর মোটেই 
গল্প কথায় কাটছে দিন শুধু নিজের সাথেই। 

একটা বয়সের পর আর অন্য জনের ইচ্ছেতে চলতে ইচ্ছে করে না
কারো কথা ভেবে আর মন খারাপও হয় না

আবেগে ভেসে যেতে মন সায় দেয় না কোনো সুত্র মেনে
পরিণত বয়স শুধু সত্যিকার ভালোবাসাকেই চেনে।।


এ জাতীয় আরো খবর