শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • অন্তরে অধিষ্ঠান
  • ২০২৪-০৫-৩১ ১৪:০২:৫০

পড়ন্ত বেলা বসে আছি একা ---
শূন্যতায় ভরা মন, 
কারে যেন খুঁজে ফিরি সদা
অন্ধকারে অকারণ। 

দুঃখ নেই কষ্ট নেই কিছুই
তবুও পাই না শান্তি, 
দিন শেষে ফিরে আসি ঘরে
নিয়ে এক বুক ক্লান্তি। 

পাহাড় নদী সাগর পেরিয়ে 
অরণ্য দিলাম পাড়ি,
পাই নিকো কভু তার সন্ধান
কত পথ গেছি মাড়ি।

ভোরের আলোয় আলোয় শুনি
গৃহত্যাগী বোষ্টমীর গান
কার খোঁজে ঘুরিস পথে পথে 
অন্তরে তার অধিষ্ঠান।


এ জাতীয় আরো খবর